১১ অক্টোবর ২০২০ রবিবার বাদে মাগরিব শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক, জিকির ও দোয়া মাহ্ফিল অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা রহমানিয়া শরীয়ত পীরে তরিকত শাহজাদা মাওলানা মাহমুদুল হক মসজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত অনুরক্তদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক তরিক্বত বৈঠক জিকির ও দোয়ামাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন।