চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বাংলা সাংবাদিকতার অন্যতম দিশারী, একনিষ্ঠ সমাজসেবক সংস্কারক,ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা,দেশের কল্যানকামী আপসহীন ব্যক্তিত্ব মাওলানা মনিরুজ্জমান ইসলামাবাদী’র ৭০ তম মৃত্যুবার্ষিকী স্মরণে –
” জ্ঞাননির্ভর উদারপন্থী জাতি গঠনে প্রধান উদ্যোক্তা ” শীর্ষক ভার্চুয়াল স্মরণ সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। এতে অালোচনায় অংশ গ্রহণ সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,লেখক অালমগীর অালম,শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সাফাত বিন সানাউল্লাহ অাসিফ ইকবাল,সুমন চৌধুরী,অাবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী,শিহাব রহমান, সাইফুল অারাফাতা প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলা সাংবাদিকতার অন্যতম দিশারী,সমাজ সেবক,সমাজ সংস্কারক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা,দেশ ও সমাজের কল্যানকামী আপসহীন ব্যক্তিত্ব মাওলানা মনিরুজ্জমান ইসলামাবাদী।এই মণীষী আজীবন সমাজকে আলোকিত করতে কাজ করে গেছেন।আত্মার উৎকর্ষ সাধনে তাঁর চেতনা প্রাণিত করে। সভ্যতার ক্রমবিকাশে এই মণীষীর অবদান অনস্বীকার্য।
সি-তাজ.কম/এস.টি