চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে জেল হত্যা দিবস তথা জাতীয় চারনেতা স্মরণে এক স্মরণ সন্ধ্যা গত সোমবার ভার্চ্যুয়াল মাধ্যমে অনু্ষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন সংগঠনেের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক আসিফ ইকবাল,লেখক সাফাত সানাউল্লাহ,শিক্ষক বিজয় শংকর চৌধুরী,সংগঠক আলমগীর আলম, সঙ্গীত পরিবেশন করেন ত্রিপুরা রাজ্যের শিউলী বেগম,চট্টগ্রামের সুকুমার দে,লুপর্ণা মুৎসুদ্দী লোপা,কাকলী দাশ গুপ্তা, আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী,সুমন চৌধুরী, শিহাব রহমান প্রমুখ। তবলায় ছিলেন প্রীতম আচার্য্য,সুচয়ন দে জয় কাব্য দাশ প্রমুখ।সভায় বক্তারা বলেন বিশ্ব সভ্যতার ইতিহাসে জঘন্যতম এক দিবস – জেল হত্যা দিবস।
১৯৭১ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়,তখনই পরাজিত পাকিস্তানিরা এবং দেশ বিদেশে তাদের দোসরা তা সহজে মেনে নেয়নি।লিপ্ত থাকে বিভিন্ন ষড়যন্ত্রে।ফলস্বরূপ ১৯৭৫ এর পট পরিবর্তন।ঐ সময় জেলে বন্দী ছিলেন দেশের শীর্ষস্হানীয় মেধাবী চার রাজনীতিবিদ। ষড়যন্ত্রকারীরা মনে করত এদের যদি হত্যা না করি তাহলে আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নে অগ্রসর হতে পারব না।জেলে বন্দী অবস্হায় হত্যা করে জাতীয় চার নেতাকে।
সি-তাজ.কম/এস.টি