জীবনের সকল কাজ ইসলামের বিধান মোতাবেক করার জন্য দ্বীনী শিক্ষার বিকল্প নেই
আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ৬ষ্ঠ দিবসে বক্তারা বলেন
লোহাগড়া প্রতিধি: শাহ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ৬ষ্ঠ দিনের অনুষ্ঠান ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার ছাত্র হাফেজ মুহাম্মদ সিফাত হোছাইনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়। শাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কুদ্দুস আনোয়ারীর সভাপতিত্বে মাহফিলে ইবাদতের গুরুত্ব ও স্বরূপ বর্ণনা করেন চুনতী মসজিদে বায়তুল্লাহ’র খতিব মাওলানা সালাহ উদ্দীন হাবিবী। বাদে মাগরিব দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে ওয়ায়েজ পরিবেশন করেন হাটহাজারী জামিয়া মঈনুল ইসলাম মুহাদ্দিস আলহাজ মাওলানা ফোরকান। তিনি বলেন, দ্বীনি ইলমের চর্চা ও বিকাশের মাধ্যমেই সমাজে ঈমান-আমল, আল্লাহ ভীতি ও আখিরাতমুখিতা সৃষ্টি হবে। এই বৈশিষ্ট্যগুলো ছাড়া যেমন আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আখিরাতের কামিয়াবী অর্জন করা যায় না তেমনি দুনিয়ার জীবনও দুর্নীতি, অনাচার, জুলুম ও শোষণ থেকে মুক্ত করা যায় না। তাই জীবনের সকল কাজ ইসলামের বিধান মোতাবেক করার জন্য দ্বীনি শিক্ষার বিকল্প নেই। কোরআন তেলাওয়াত করেন আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র আবু তাকরিম মুহাম্মদ সিফাতুল্লাহ। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মতোওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মাহফিল পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, উকার উদ্দিন মুহাম্মদ সিয়াম, মাওলানা জহির উদ্দীন প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সি-তাজ.কম/এস.টি