চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে লোক মাইজভান্ডারি, মরমী,কাওয়ালী গানের শিল্পী সেলিম নিজামীর ১১ তম মৃত্যু বার্ষিকীর স্মরণ সন্ধ্যা গত সোমবার ভার্চ্যুয়াল মাধ্যমে অনু্ষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন ত্রিপুরা রাজ্যের শিউলী বেগম,চট্টগ্রামের সুকুমার দে,লুপর্ণা মুৎসুদ্দী লোপা,কাকলী দাশ গুপ্তা, আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী,আলোচনায় অংশ নেন সাফাত বিন সানাউল্লাহ,আসিফ ইকবাল,বাবুল কান্তি দাশ,মোঃ জাবেদ,আলমগীর আলম,সুমন চৌধুরী প্রমুখ। তবলায় ছিলেন প্রীতম আচার্য্য,সুচয়ন দে জয় কাব্য দাশ প্রমুখ।সভায় বক্তারা বলেন দেশের খ্যাতিমান মরমী শিল্পী সেলিম নিজামী।মাইজভান্ডারী গান আর কাওয়ালির মাধ্যমে স্রষ্টার নৈকট্যলাভের যে আকুতি শিল্পীর গানে ছিল তা সমুজ্জ্বল। সংগীতের মাধ্যমে মানুষকে আপন করে নেওয়া,তদভাবে ভাবিত হয়ে সত্য সুন্দরের পথে অগ্রসর হওয়া ছিল শিলপীর ঐকান্তিক প্রার্থনা।মানুষে সর্ববিধ দুঃখ নিবারণে সেলিম নিজামির গান টনিকের মত কাজ করত।
সি-তাজ.কম/এস.টি