জামাতে নামাজ আদায়ে ২৭ গুণ বেশি সওয়াব
আন্তর্জাতিক ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)’র ১০ম দিবসে বক্তারা বলেন
লোহাগড়া প্রতিনিধি:দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে, সাপ্তাহিক জুমার নামাজে এবং দুই ঈদের নামাজের জামাতে যখন সব মুসল্লি সমবেত হন, তখন পারস্পরিক খোঁজখবর নিতে পারেন এবং তাঁদের মধ্যে ভাবের আদান-প্রদান হয়। সে জন্য জামাতে নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হলে মানুষে মানুষে নিয়ম-শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সামাজিক ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক হৃদ্যতা ও সম্প্রীতি গড়ে উঠে। এভাবে নামাজি ব্যক্তিরা সমাজে ধনী-গরিব একে অন্যের খোঁজখবর নিয়ে পরস্পরের সুখ-দুঃখের সমঅংশীদার হতে পারেন। তা ছাড়া জামাতে নামাজ আদায়ে ২৭ গুণ বেশি সওয়াব। ৭ নভেম্বর শনিবার শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৫০তম মাহফিলে সীরতুন্নবী (স.)-এর অনুষ্ঠানে কক্সবাজার বাহারছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শফিউল আলম উপরোক্ত কথাগুলো বলেন। এ দিন ছিল ঐতিহ্যবাহী দ্বীনি এ সীরতুন্নবী (স.) মাহফিলের ১০ম দিন। মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মুহাম্মদ আলী। ছদরে মাহফিল ছিলেন সীতাকুণ্ড কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মাহমুদুল হক। বাদ মাগরিব পর্বে বয়ান করেন চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন। তিনি রাসুলল্লাহ (স.) এর জীবনের শেষ দিনগুলো নিয়ে আলোচনা করেন। চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হাফিজুল হক নিজামীর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সহ-সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম কবির,মোহাম্মদ আবু তাহের,ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত,মুহাম্মদ মাহবুবুল হক,মাহফিল পরিচালনা কমিটির সদস্য তৈবুল হক বেদার, মুহাম্মদ ফুরকান হোসেন চৌধুরী, আমিমুল এহসান রাফী, হাফেজ মাওলানা রবিউল হোছাইন, মবরুর হোছাইন ছিদ্দিকী প্রমুখ। খোৎবায়ে ছদর, মিলাদ শরীফ, মুনাজাত ও তবারুক পরিবেশনের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সি-তাজ.কম/এস.টি