G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাসের লাগেজ বক্সের টায়ারে তিন কোটি টাকার ইয়াবা

র‌্যাব-৭ গ্রেফতার করল ৪ মাদক ব্যবসায়ীকে

0

 

নগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৬ হাজার ৩শ’ পিস (৫,৬৩০ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসও জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে কতিপয় মাদক ব্যবসায়ী বাসযোগে বিপুল সংখ্যক মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশে চট্টগ্রামের দিকে আসছে জানতে পারেন তারা।
এর ভিত্তিতে আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল খুলশী থানাধীন দামপাড়া এলাকার সৌদিয়া বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে।
এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি বাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দিলে বাসটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামে।
তখন চার ব্যক্তি বাস থেকে নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে।
তারা হলেন কক্সবাজারের টেকনাফের গোদারবিলের মৃত বদিউল আলমের ছেলে জাকির আহম্মদ (৩১), কুমিল্লার মেঘনার মির্জনগরের মো. আসাদ মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪৯), বরিশালের উজিরপুরের সানুহারের মো. জয়নাল খানের ছেলে মো. ফায়জুল হক খান (৪৫) এবং ঢাকার সাভারের উত্তর রাজাসনের প্রিন্সেস রিবারুর ছেলে পলাশ রিবারু।
আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও শনাক্তমতে নিজ হেফাজতে থাকা বাসের লাগেজ বক্সের ভিতর রাখা টায়ারের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৫৬ হাজার ৩শ’ পিস (৫,৬৩০ গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসময় বাসটিও (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৩২৯) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে।
উল্লেখ্য, জাকির আহম্মদের বিরুদ্ধে ঢাকা মহানগরীর মতিঝিল থানায় ১টি, চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় ১টি এবং কক্সবাজার জেলার টেকনাফ থানায় ১টি সহ মোট ৩টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নগরীর খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.