চট্টগ্রামের ফৌজদারহাটে রেলওয়ে ওভারপাসে তোলার সময় ক্রেন ছিঁড়ে নিচে পড়ে গেছে একটি গার্ডার। রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটার পর ওই রুটে কোনো মালবাহী ট্রেন চলাচল করেনি।
বায়েজিদ বোস্তামী থেকে ফৌজদারহাট পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের আওতায় ওভারপাসটি করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
জানতে চাইলে সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস বলেন, গার্ডারটি ওপরে তোলার সময় সবাইকে সরিয়ে নেয়া হয়। তাই এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
তিনি আরও বলেন, ‘সিডিএর আরেকটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকল্প পরিচালক রাজীব দাশকেও ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছি। প্রকল্প এলাকায় নতুন ক্রেন আনা হয়েছে।
ইতিমধ্যে রেল লাইন থেকে গার্ডারটি সরিয়ে নেয়া হয়েছে। এ ছাড়া রাত আটটার মধ্যে গার্ডারটি তোলার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি আমরা রেলওয়ের কন্ট্রোল রুমকে তাৎক্ষণিকভাবে অবহিত করি।’