চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে নারী জাগরণের অগ্রদুত, মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা ৭ ডিভেম্বর সন্ধায় ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, সঙ্গীত ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি সমরেন্দ্র দাশ গুপ্ত, সংগঠনের উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,কাকলী দাশ গুপ্তা,সুকুমার দে, আসিফ ইকবাল, সুমন চৌধুরী, শিহাব রহমান,সাইফুল আরাফাত, প্রীতম আচার্য, কাব্য দাশ, সুচয়ন দে জয় প্রমুখ। সভায় বক্তারা বলেন নারী শিক্ষা,আন্দোলন ও উন্নয়নে বেগম রোকেয়ার অবদান যুগ যুগ স্মরণীয় এবং বরণীয় হয়ে থাকবে।বেগম রোকেয়াদের চিন্তা চেতনার সামগ্রিক বাস্তবায়নে আমাদেরকে আরো বেশি কাজ করতে হবে। তবেই সুন্দর সমাজ তথা নারীদের অগ্রযাত্রা আরো সুদুরপ্রসারী হবে।
সি-তাজ.কম/এস.টি