নীলিমা শামীম
কপালের টিপ ছাড়া
আছে নীল টিপ খানি
রোখ তাই রাঙে নি?
আটত্রিশ বছরেও কেউ
কথা রাখেনিচাওয়ার
গন্ডি তাই ভাঙ্রেনি।
চুল কেটে ফেশিয়ালে
হতে চাও চাঙা
শুধু এক টিপে থেকো
আজীবন রাঙা।
সুন্দরীরা হবে না তো
কখনোই বাসি রে
জ্বর, ব্যাথা কাশিরে।
মনের অপ্রতুল্যতে
তুমি থাকবে সদ্ব্য রত্ন
বিধাতার সৃষ্টিতে তরতাজা।