মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৯ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা যায়, রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ও সন্ধার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বাঁশখালী থানার এসআই (নিঃ) প্রদীপ চক্রবর্তী ও এসআই আকতার হোসাইন
সঙ্গীয় ফোর্সসহ নিয়ে পুঁইছুড়ি এলাকায় দুপুর এবং সন্ধায় পৃথক পৃথক অভিযানে
বিশেষ কায়দায় সাউন্ড বক্স এর এমপ্লিফায়ার এর ভিতর কাপড় ও কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ৪ (চার)টি পোটলার মধ্যে ৭৬০০(সাত হাজার ছয়শত) পিস ইয়াবা সহ কক্সবাজার জেলার পেকুয়া মগনামা এলাকার ইসমাইলের পুত্র মোহাম্মদ জোবায়ের (২৪) ও চট্টগ্রাম হাটহাজারী থানার মির্জাপুর ইউপির ১ নং ওয়ার্ডের সরকার হাট এলাকার দেলোয়ারের পুত্র মেহেদী (২৫) এর কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।
এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে পৃথক পৃথক ভাবে ৯ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ যুবক মাদক পাচারকারী কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।