অঝোরে কাঁদছে বীর চট্টলা
মহিউদ্দীন ছাড়া বড় একলা,
অভিভাবক শুণ্য হয়ে গেল চট্টলা
মহিউদ্দীন ছাড়া হবে অবহেলা।
দিশেহারা হয়ে গেল চট্টলা
মহিউদ্দীন ছাড়া সত্যি অামরা একলা,
বঞ্চিত হবে প্রিয় চট্টলা
কঠিন হবে সবার পথচলা।
সঠিক পথ হারাবে চট্টলা
মহিউদ্দীন বিহীন বাড়বে ঝামেলা,
নিরব হয়ে যাবে চট্টলা
মহিউদ্দীন ছাড়া নেতা কর্মী হবে একলা।
স্লোগান শুণ্য হল চট্টলা
মহিউদ্দীন ছাড়া অবরুদ্ধ রাজনীতির জানালা,
বার আউলিয়ার পণ্যভুমি চট্টলা
মহিউদ্দীন ছাড়া নেই ভালা।
ঐতিহ্যের মেজবান পাবেনা চট্টলা
মহিউদ্দীন বিহীন বাড়বে ময়লা,
অন্ধ হবে বীর চট্টলা
বন্ধ হবে অনেকের জীবনের চুলা।
নৌকার পালে পড়বে ঠেলা
মহিউদ্দীন ছাড়া বড় একলা চট্টলা,
শোকে ভাসবে মুক্তিযুদ্ধের বিজয়মেলা
মহিউদ্দীন ছাড়া জমবেনা ক্রিকেটখেলা।
কষ্ট পাবে প্রিয় চট্টলা
মহিউদ্দীন ছাড়া নষ্ট হবে অনেক মালা,
ছায়া হারাবে ছাত্রলীগের পোলা
মহিউদ্দীন বিহীন অনেকেই আজ একলা।
নেতা হারাবে প্রিয় বাংলা
মহিউদ্দীন ছাড়া খুব একলা চট্টলা,
ইতিহাস,সংগ্রাম আর বিপ্লবের তীর্থভুমি প্রিয় চট্টলা
চট্টলবীর মহিউদ্দীন ছাড়া সত্যি সত্যি একলা।।
চট্টলবীর মহিউদ্দীন ছাড়া আমরা একলা
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তুমি দামী মালা
তোমার নেতৃত্বের শুণ্যতায় আমরা বড় একলা
যুগের কিংবদন্তী নেতা হারাল বীর চট্টলা।।
লেখক:কবি ও সাংবাদিক