G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মুজিব শতবর্ষে চট্টগ্রাম সাহিত্য পাঠক্রের শতজনের শতবৃক্ষরোপন উদ্বোধন

0

 

জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে গত ১৫ ডিসেম্বর সকালে শতজনের ‘শতবৃক্ষ রোপন কর্মসূচী পটিয়ায় অনুষ্ঠিত হয়। এ বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন পটিয়া খলিলুর রহমান মহিলা কলেজে অধ্যক্ষ আবু তৈয়ব,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক নুরুল আবচার। উল্লেখ্য অাগামী ১৭ই মার্চ ২০২১ পর্যন্ত এ বৃক্ষরোপন কর্মসূচী চলমান থাকবে। এক বিবৃতিতে অধ্যক্ষ অাবু তৈয়ব বলেন মুজিব শতবর্ষকে স্মরণীয় করে রাখতে এবং প্রজন্মের মাঝে মুজিবাদর্শের ইতিহাস ও বার্তা পৌঁছে শতজনের শতবৃক্ষরোপন কর্মসুচীটি একটি মহৎ উদ্যোগে। এরকম সেবা ও মহতি উদ্যোগে সকলকে এগিয়ে অাসার অনুরোধ জানান তিনি।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.