G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

অসহায় গরীব দুঃস্থদের মাঝে মহানগর এল,ডি পির ২য় দাপে কম্বল বিতরণ

0

 

৪ জানুয়ারি ২০২১ইং সোমবার রাত ৮টা৩০মিনিটে মুসলিম হাই স্কুল সম্মুখে চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে ৩শতাধিক অসহায় গরীব দুঃস্থদের মাঝে ২য় দাপে কম্বল বিতরণ করা হয় এসময় উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধরন সম্পাদক অ্যাড কাফিল উদ্দিন, চট্টগ্রাম মহানগর এলডিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ নাছিমুল হুদা,উত্তর জেলা এল.ডি.পির সাধারন সসম্পাদক এম নিজাম উদ্দিন হারুন,মহানগর এল,ডি পির সহ সভাপতি ছুফি আবুল হোসেন আবু,সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ,দপ্তর সম্পাদক আবু জাফর, কোতোয়ালি থানা এল,ডি পির আহবায়ক ইকরামুল করিম ইমন,আরো উপস্তিত ছিলেন গণতান্ত্রিক যুবদলের সহ সভাপতি কাউছার ভুইয়া,সাধারণ সম্পাদক এনাম উদ্দিন,সিনিয়র যুগ্ন সম্পাদক মোহাম্মদ করিম,সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন,দপ্তর সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন,চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিয়াদ করিম সাইমন,কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাদ্দাম ও রাসেল প্রমুক।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.