G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ মীরসরাই শাখার উদ্যোগে শীতবস্ত্র ,মাস্ক ও ভ্যাসলিন বিতরণ সম্পন্ন

0

 

 

মিরসরাই প্রতিনিধিঃশিহাব উদ্দিন শিবলু:

মীরসরাই বড়তাকিয়া বাজার সংলগ্ন আফরোজ গার্ডেন কমিউনিটি সেন্টারে ২৯শে ডিশেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বিজয় উৎসব উপলক্ষে ভালোবাসার উপহার শীতবস্ত্র মাস্ক ও ভ্যাসলিন বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মিনহাজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মোঃ সরওয়ার উদ্দিন সহ-সভাপতি মীরসরাই উপজেলা আওয়ামীলীগ , জনাব মোঃ আলহাজ্ব মাহফুজুল হক জুনু (মেম্বার) ও সাধারণ সম্পাদক ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ নুর উদ্দিন দপ্তর সম্পাদক , আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কাজী ইমাম উদ্দিন (কাজী), সাফুউদ্দিন বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ ঢাকা, অমিত হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাসুদ রানা আহব্বয়ক , প্রথম প্রহরে ফাউন্ডেশন মীরসরাই শাখা।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রথম প্রহরে ফাউন্ডেশন মীরসরাই টিমের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান, সরওয়ার হোসেন মুন্না,আকতার হোসেন শাকিল, শেখ মানজারুল মাহমুদ, জাসেদুল ইসলাম ফরহাদ, সিজান,হিমেল,আরয়িন,শেখ আহম্মেদ, এপ এইচ ফরহাদ সহ প্রমূখ

সমাপনী কালে বক্তারা প্রথম প্রহর ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রসংশা করেন এই ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম করলে প্রথম প্রহর ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে যাবে ।

সি-তাজ.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.