মিরসরাই প্রতিনিধি,শিহাব উদ্দিন শিবলু: উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মসজিদিয়া গ্রামের আজিম মেম্বার বাড়ির পুকুর থেকে রাবেয়া বেগম (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাবেয়া বেগম ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ২য় মেয়ে।
রাবেয়া বেগমের ভাই শাহাদাৎ হোসেন জানান, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে তার বোন প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। এসময় অন্ধকারের মধ্যে বাড়ির পাশ্ববর্তী পুকুরে হাত পা ধুতে গেল হয়তো পানিতে পড়ে ডুবে মারা যায়। রাবেয়া বেগম সাঁতার জানেনা। ঘরে না ফেরায় বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়িতে খুঁতে তাকে পাওয়া যায়নি। পরে বুধবার (৬জানুয়ারি) সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়।
মিরসরাই থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, পুকুরে লাশ ভাসতে থাকার খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। কিন্তু লাশের শরীরে কোথাও কোন চিহ্ন নেই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মেয়েটি পুকুরের পানিতে ডুবে মারা যেতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সি-তাজ.কম/এস.টি