মু.মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন যুবক কে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার (১৩জানুয়ারী ) দুপুর ও সন্ধার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বাঁশখালী থানার বাঁশখালী থানার এস.আই(নিঃ) আকতার হোসাইন ও এস. আই(নিঃ)নাজমুল হক সহ সঙ্গীয় ফোর্স
সহ নিয়ে পুঁইছুড়ি এলাকায় দুপুরে অভিযানে চালিয়ে২০০০(দুই হাজার) পিস ইয়াবা সহ কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা ইউপির দরগাহ পাড়া এলাকার আফসার (২৯), পিতাঃজবেদ আলীর পুত্র আফসার উদ্দীন (২৯) এবং সন্ধা সাড়ে ৭ টার দিকে পৃথক অভিযানে ৫৬০০(পাঁচ হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ চট্টগ্রাম সাতকানিয়া ফজু পাড়া ৩ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ কালুর পুত্র জুবায়ের (৩৫) ও টেকনাফ থানার দক্ষিন নীলা পশ্চিম পাড়া ৬ নং ওয়ার্ডের লেদা এলাকার মৃত আঃ জব্বারের পুত্র আব্দু শুক্কুর (২৫) কে আটক করা হয়।
এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে পৃথক পৃথক ভাবে ৭ হাজার ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ যুবক মাদক পাচারকারী কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।