আবদুর রাজ্জাক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৬ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো তাদের পরিবারের সদস্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। অগ্নিকান্ডে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।
শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার কোনাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ মরংঘোনা এলাকায় ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ মরংঘোনা এলাকায় শুক্রবার রাত ৭টার দিকে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনের সুত্রপাত ঘটে মুর্হুতের মধ্যে আগুনের লেলিহান শিখায় অন্তত ১৮টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে মুহুর্তের মধ্যেই সম্পুর্ণ ভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই বসতঘর। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের দমকলকর্মী ঘটনাস্থলে পৌছে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনলেও তা মুহুর্তের মধ্যে ১৬টি পরিবার নি:শেষ হয়ে যায়।
অগ্নিকান্ডে ভস্মিভূত হয়ে যাওয়া পরিবারের অন্তত অর্ধকোটি টাকার বিভিন্ন মালামালসহ ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো জানিয়েছেন।
সি-তাজ২৪.কম/এস.টি