G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে প্রবাসী ক্লাবের কম্বল বিতরণ

0

 

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: প্রচন্ড শীতে গরীব অসহায়দের কষ্টের কোন সীমা থাকেনা।এসব অসহায় লোকের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা প্রত্যেক বিত্তবানদের উচিত।আজ যারা প্রবাসী তারা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যেথেষ্ট ভুমিকা রাখে। প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণশক্তি। তাদের পাঠানো কষ্টার্জিত রেমিট্যান্স আমাদের অর্থনীতির ভীতকে মজবুত করে থাকে । আজ রোববার বিকেলে চট্টগ্রাম প্রবাসী ক্লাব কর্তৃক শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথি বোয়ালখালী উপজেরা নিবাহী অফিসার আছিয়া খাতুন একথা বলেন । ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সি আই পি’র সভাপতিত্বে বোয়ালখালী উপজেলা বি আর ডিবি’র প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত এতে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী থানার ও সি মোঃ আবদূল করিম, বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির অন‍্যতম উদ‍্যেক্তা মোঃ মহিউদ্দিন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আলম মাস্টার ,বর্তমান সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাংবাদিক সৈয়দ নজরুল ইসলাম, মোঃ ইয়াছিন চৌধুরী, প্রভাস চক্রবর্তী, শাহ আলম বাবলু, প্রবসী টিভি’র স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ার,
জান্নাত নির্ঝরের সঞ্চালনায় এতে আরো
বক্তব‍্য রাখেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের এক্সিকিউটিভ মোঃ ইছমাইল, প্রবাসী
মোঃ ইলিয়াস,দিদারুল আলম,আবদুর রাজ্জাক, ও এনামুল হক প্রমূখ। পরে এলাকার শতাধিক অসহায় দুঃস্হের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.