G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কাল বাঁশখালীর ২৫ ভূমিহীন পরিবার কে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

মুহাম্মদ মিজান বিন তাহের

বাঁশখালী  প্রতিনিধিঃ

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” অাশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” শেখ হাসিনার অবদান গৃহহীনের বাসস্থান’ এই শ্লোগানে ভূমি ও গৃহহীন পরিবারের স্থায়ীভাবে বাসযোগ্য গৃহ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে উপজেলার খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবার সমূহ কে পুর্নবাসনের জন্য উপহার দেওয়া হচ্ছে এসব আধাপাকা ঘর। সারাদেশের ন্যায় আগামীকাল শনিবার (২৩ জানুয়ারী ২০২১) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন । সেই আলোকে বাঁশখালী উপজেলায় ২৫ টি ঘর প্রস্তুত করা হয়েছে।

বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২০-২১ অর্থ বছরে গুচ্ছগ্রাম ২য় পযার্য়ে (সিডিআরপি) প্রকল্পের অধীনে  ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ “ক” শ্রেনীর জন্য  ৩,০৬৫ টি পরিবারের জন্য প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক (দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা) ঘর বুঝিয়ে দেওয়া হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছরে অর্থাৎ মুজিববর্ষে এটিই হবে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। এক তলাবিশিষ্ট প্রতিটি ঘরে ইটের দেওয়াল,কংক্রিটের মেঝে এবং রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষের আবাসনে আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও  সামনে খোলা বারান্দা। তারি অংশ বিশেষ বাঁশখালী উপজেলায় যাদের জমি ও নেই,ঘর ও নেই এই প্রকল্পের আওতায়
অন্যান্য উপজেলার ন্যায় বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ ৬ নং ওয়ার্ডের দীঘিপাড় এলাকার গুচ্ছগ্রামে সরকারিভাবে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একটি করে ঘর দেওয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে পরিবহন খরচসহ মোট এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় হবে।

বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা ও বাঁশখালী পৌরসভা ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রোজি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রায়ন কর্মসূচির আওতায় গৃহহীন ও ভূমিহীন প্রকল্পের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাঁশখালীর উন্নয়নের রুপকার আমাদের রাজনৈতিক  অভিবাবক  আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ২৫টি পরিবারকে বসত বাড়ি নির্মাণ করে দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, উপজেলার ভূমি ও গৃহহীন পরিবার গুলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ এই উপহার পেয়ে অানন্দিত। বাঁশখালী পৌরবাসী ও মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অাধুনিক বাঁশখালীর উন্নয়নের রুপকার আমার রাজনৈতিক অভিবাবক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে অভিনন্দন জানাচ্ছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী বলেন,মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কতৃক বাস্তবায়নাধীন প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে এক লক্ষ ৭১ হাজার টাকা। এক তলাবিশিষ্ট প্রতিটি ঘরে ইটের দেওয়াল,কংক্রিটের মেঝে এবং রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষের আবাসনে আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও  সামনে খোলা বারান্দা তৈরী করা হয়েছে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জানান,আগামীকাল ২৩ জানুয়ারি শনিবার মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভূমি ও গৃহহীনরা ঘর পাবেন। এ কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারকে দলিল ও চাবি হস্তান্তর করা হবে। অন্য যেকোনো প্রকল্পের চাইতে গরিবদের মাঝে গৃহ নির্মাণ বরাদ্দ সরকারের একটি মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে গরিব অসহায় পরিবারের লোকজন উপকৃত হবে।

Leave A Reply

Your email address will not be published.