বোয়ালখালী প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ উপলক্ষে এক প্রেস ব্রিফিং করেছেন আয়োজক কমিটি।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা হল রুম ৃ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং করেন এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট২০২১ পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন, এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট পরিচালনা কমিটির মহাসচিব এস.এম. শহীদুল ইসলাম, যুগ্ম মহাসচিব জহুরুল ইসলাম জহুর, আলী আকবর, হারুনুর রশিদ বাবলু, সদস্য কাজি জসিম উদ্দিন, হেলাল উদ্দিন টিপু, মোঃ কামরুজ্জান।
মিডিয়া উপ কমিটির চেয়ারম্যান চৌধুরী লোকমান ও সদস্য সচিব সেকান্দর আলম বাবর, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, সৈয়দ মোঃ নজরুল ইসলাম, রাজু দে, ইয়াছিন চৌধুরী, পূজন সেনসহ বোয়ালখালীর অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির মহাসচিব এস. এম. শহীদুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করেন।
আগামী ২৩ জানুয়ারী বেলা আড়াইটার সময় কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন চট্টগ্রাম-৮ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পশ্চিম গোমদণ্ডী একাদশ বনাম চরণদ্বীপ একাদশ। এ টুর্নামেন্টে উপজেলার ১২ দল ৪টি গ্রুপে অংশ নিয়েছে। উপজেলার তিনটি মাঠে পর্যায়ক্রমে পর্যায়ের খেলা, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি খেলা পরিচ্ছন্ন ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছন আয়োজক কমিটি।