মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” অাশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” শেখ হাসিনার অবদান গৃহহীনের বাসস্থান’ এই শ্লোগানে ভূমি ও গৃহহীন পরিবারের স্থায়ীভাবে বাসযোগ্য গৃহ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে উপজেলার খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবার সমূহ কে পুর্নবাসনের জন্য উপহার দেওয়া হচ্ছে এসব আধাপাকা ঘর।

সারাদেশের ন্যায় আগামীকাল শনিবার (২৩ জানুয়ারী ২০২১) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেছেন ।
সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প, ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ স্থানীয় বাড়ি প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকীর বছরে অর্থাৎ মুজিববর্ষে এটিই হবে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। এক তলাবিশিষ্ট প্রতিটি ঘরে ইটের দেওয়াল,কংক্রিটের মেঝে এবং রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষের আবাসনে আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা।
তারি অংশ বিশেষ বাঁশখালী উপজেলায় যাদের জমি ও নেই,ঘর ও নেই এই প্রকল্পের আওতায় অন্যান্য উপজেলার ন্যায় বাঁশখালী উপজেলার পৌরসভাস্থ ৬ নং ওয়ার্ডের দীঘিপাড় এলাকার গুচ্ছগ্রামে সরকারিভাবে ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একটি করে ঘর দেওয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে পরিবহন খরচসহ মোট এক লাখ ৭১ হাজার টাকা ব্যয় হয়েছে। মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কতৃক বাস্তবায়নাধীন প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে এক লক্ষ ৭১ হাজার টাকা। এক তলাবিশিষ্ট প্রতিটি ঘরে ইটের দেওয়াল,কংক্রিটের মেঝে এবং রঙ্গিন টিনের ছাউনি দিয়ে তৈরি দুটি করে শয়ন কক্ষের আবাসনে আরও থাকছে একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা তৈরী করা হয়েছে। শনিবার মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভূমি ও গৃহহীনরা ঘর পাবেন। এ কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালী উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ২৫টি পরিবারকে দলিল ও চাবি হস্তান্তর অনুষ্টান শনিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমান,
উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোঃ গালিব সাদলী, সহকারী কমিশনার ভূমি আতিকুল ইসলাম,ওসি মোঃ সফিউল কবীর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ সহ সহ বাঁশখালী প্রেস ক্লাবের প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি অনুপম কুমার অভি, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, সাবেক সহ-সভাপতি অধ্যাপক ইলিয়াছ, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, সাবেক যুগ্ম সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুল,দৈনিক জনকন্ঠ প্রতিনিধি জোবাইর চৌধুরী,দৈনিক আলোকিত বাংলাদেশ ও মানবকন্ঠ প্রতিনিধি মিজান বিন তাহের সহ সরকারী বেসরকারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।