মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বাঁশখালী উপজেলা সদরের জলদী পোস্ট অফিসের সামনে প্রধান কার্যালয়ে জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে বাঁশখালীর গন্ডামারা, বৈলছড়ি, শীলকূপ,সরল ও জলদী এলাকার প্রায় ২ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জানুয়ারী)
উপজেলা সদরের জলদী পোস্ট অফিসের সামনে প্রধান কার্যালয়ে জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রধান কার্যালয় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নীলকন্ঠ দাশের সভাপতিত্বে ও সম্পাদক জাফর আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা গাজী মোহাম্মাদ ওমর ফারুক চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনতা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সহ-সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল আজিজ,আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন,বৈলছড়ি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ দিদারুল হক,রাজীব দাশ,জান্নাতুল ফেরদৌস, রনি শুক্ল দাশ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতকালীন সময়ে এলাকার সাধারণ মানুষের পাশে দাড়ানো একজন সচেতন মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধের প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন জনতা মাল্টিপারপাস। এই শীত মৌসুমে ও করোনা দুর্যোগে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার জন্য এলাকার বিত্তবানদেরকে এসব শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।