চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নব নির্বাচিত মেয়র (বেসরসরকারি ফলাফলে) বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী এবং ৪১ ওয়ার্ডের সম্মানিত কাউন্সিল ও ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ ও সাধারণ সম্পাদক অাসিফ ইকবাল সকল নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন নব নির্বাচিত চসিক মেয়র ত্যাগী ও মেধাবী রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরী এবং ৪১ ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর ও ১৪ টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরা ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় চট্টগ্রামের চলমান উন্নয়নকে অারো বেগবান করতে সর্বাত্নক কাজ করে যাবেন। নেতৃবৃন্দরা বলেন নব নির্বাচিত মেয়র পরিষদ দলমত নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষের সেবা প্রদানে অান্তরিক ও নিরলস প্রচেষ্ঠা চালিয়ে যাবে বলে দৃঢ় অাশা ব্যক্ত করেন। সাথে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে চট্টগ্রামকে একটি সত্যিকার অর্থে অাধুনিক উন্নত, পরিচ্ছন্ন ও সেবাসম্মত নগরীতে পরিণত কাজ করে যাবেন।সাথে সাথে সরকারের উন্নয়ন কর্মযজ্ঞতাকেও এগিয়ে নিতে সহায়তা করবেন। চট্টগ্রামের হাজার বছরের সাহিত্য, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সাহিত্য সাংস্কৃতিক কর্মকান্ড চসিককে অারো উদ্যোগী,নতুন কবি,লেখক,সাহিত্যিক,শিল্পী সৃষ্টিতে ভুমিকা রাখবেন। একই সাথে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য অারো নতুন অডিটোরিয়াম,হল নির্মাণ এবং বর্তমান হলসমুহের ভাড়া কিছুটা হলেও কমিয়ে অানার অনুরোধ করেন। নেতৃবৃন্দরা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর প্রধান সেবা সংস্হা হিসেবে সরকার ও নগরবাসীর সহযোগিতা নিয়ে নগরীর অন্যান্য সেবাসংস্হা সমুহকে সাথে নিয়ে সমন্বয় করে চট্টগ্রামের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একযোগে কাজ করে যাবে বলে দৃঢ় অাশাবাদ ব্যক্ত করেন।
সি-তাজ২৪.কম/এস.টি