অসুস্হ বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণ পরিষদ সদস্য, দক্ষিণজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, প্রবীণ রাজনীতিবিদ এম আবু ছালেহকে গতকাল ৬ ফেব্রুয়ারী সন্ধ্যায় মোমিনরোড়স্হ বাসভবনে দেখতে গেলেন খুলশী থানা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন। এসময় তিনি অসুস্হ বীর মুক্তিযোদ্ধা এম.আবু ছালেহ’র শারীরিক অবস্হার খোঁজ খবর নেন।উল্লেখ্য রাজনীতিবিদ এম.আবু ছালেহ দীর্ঘদিন অসুস্হতা অবস্হায় দিনযাপন করছেন। তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
সি-তাজ২৪.কম/এস.টি