মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ
বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী উপজেলায় বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ৩ ব্যক্তি ও পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় বাঁশখালী ইকোপার্কের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মাদ ইয়াছিন নেওয়াজ,বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের নুর জাহান বেগম, দীপান্বিত ভট্টাচার্য্য, বাহারচড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম,জলদী অভরন্য রেইঞ্জকর্মকর্তা ও ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ ক্ষতিগ্রস্ত পরিবার, বিভিন্ন পত্রিকার গনমাধ্যম কর্মী ও বন কর্মকর্তা কর্মচারীরা। অনুষ্ঠানে নিহত পরিবারের কমল রুদ্র ১ লক্ষ টাকা, আহত আবুল কালাম চৌধুরী ৫০ হাজার এবং ফসলের ক্ষতির জন্য মোঃ এয়াকুব কে ২০ হাজার টাকা মোট ১লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রধান করা হয়েছে।