প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে এসআই ছালামত উল্লাহ বিশেষ অভিযান চালিয়ে ১ আসামি গ্রেফতার, ২০০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে থানা পুলিশ।
১১ ফেব্রুয়ারি বোয়ালখালী থানাধীন পশ্চিম কধুরখীল পৌরসভাস্থ ০২ নং ওয়ার্ড পাঠান পাড়া রহমত সাহেবের বাড়ীর পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর থেকে শুভ দাশ প্র: সুক্কু (৩৩), পিতা- হিমাংশু দাশ, গ্রাম-জিকুটি পাড়া, দুলাল ডাক্তারের বাড়ী, উপজেলা রাউজান, চট্টগ্রাম।
বাংলাদেশ বর্তমান : (গ্রাম-কালী বাড়ী, কধুরখীল, (বড় বাড়ী প্র: মানিক দাশের বাড়ী), বোয়ালখালী পৌরসভা) , উপজেলা/থানা- বোয়ালখালী, চট্টগ্রাম। ধারা- ৩৬(১) এর ২৪ (গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ জব্দকৃত আলামতঃ- দেশীয় তৈরী চোলাই মদ-২০০ লিটার।
সি-তাজ২৪.কম/এস.টি