দক্ষিণ বৈলতলী হযরত শানে তৌফাইলিয়া (রাহঃ) পরিষদের ব্যবস্হাপনায় ৪০তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পন্ন-
গত ২মার্চ রোজ মঙ্গলবার ঐতিহ্যবাহী দক্ষিণ বৈলতলী হযরত শানে তৌফাইলিয়া (রাহঃ) পরিষদের ব্যবস্হাপনায় ৪০তম আজিমুশশান ঈদে-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সুসম্পন্ন হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করে বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুলহাজ্ব আল্লামা হারুন অর রশিদ সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বৈলতলী ইউনিয়ন শাখার সহ-সভাপতি জনাব মঈনউদ্দীন ভূঁইয়া ওয়াসিম, প্রধান আকর্ষণ ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আবদুল মোস্তফা রহিম আযহারী সাহেব এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা জাহাঙ্গীর আলম আল-কাদেরী সাহেব। এসময় বক্তারা বলেন, ইসলাম ধর্মের অনুশাসনসমূহ মেনে চলে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক চলার মাধ্যমেই গড়তে হবে একটি সুন্দর, সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ। মাহফিলে এছাড়াও উপস্হিত ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ, বৈলতলী ইউনিয়ন শাখার সভাপতি নুরুল আবছার, পাক পাঞ্জাতন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেন চৌধুরী রিপন, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বৈলতলী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মিজানুর হযরত শানে তৌফাইলিয়া (রাহঃ) পরিষদের সভাপতি মুহাম্মদ ইউনুছ, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহিউদ্দীন, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নাঈম ভূঁইয়া, সদস্যদের মধ্যে উপস্হিত ছিলেন আরফাত,এহসান, রিয়াজ, আরিফ, তৈয়ব, আইমান, সাকিব, আসিফ, সায়েম, সাইমন, জুয়েল,মিসকাত ,সাঈদ, শুভ, নাঈম, হুজ্জাত, আরফাত জুনিয়র, দীপ্তু, আবু ছালেক, তানভীর প্রমুখ।
এতে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন পাক পাঞ্জাতন স্পেশাল ফোর্স(PSF)