বিশ্ব বরেণ্য অলিকুল সম্রাট আশেকে রাসুল (স.),১৯ দিনব্যাপী ঐতিহাসিক সীরতুন্নবী (স.) মাহ্ফিলের প্রবর্তক হযরত শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রহ.) শাহ্ ছাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত পবিত্র মেরাজুন্নবী (স.) মাহ্ফিল আজ ১১ মার্চ ২০২১ বৃহস্পতিবার বাদে আছর হতে চুনতী সীরত ময়দানে
মসজিদে বায়তুল্লায় অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে আপনাদের উপস্থিতি কামনা করেন মতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।