মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ
এজেন্ট ব্যাংকিং এর পথিকৃত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং এর বাঁশখালী উপজেলার গন্ডামারা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ ) বিকেলে বাঁশখালী গন্ডামারা বাজারের মমতাজ প্লাজার ২য় তলায় এ শাখার শুভ উদ্বোধন অনুষ্টানে সমাজসেবক মাওলানা বশির আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গন্ডামারা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ লেয়াকত আলী, এসময় উপস্থিত ছিলেন,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ম্যানেজার মোঃ নাজিম উদ্দীন, গন্ডামারা লবন সমবায় সমিতির সভাপতি আবু আহমদ, ইউপি সদস্য আলী নবী, আব্দুল জাব্বার, এইচ এম ওসমান গণী,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং ডাইরেক্টর সৌদি প্রবাসী আলহাজ্ব মোঃ আব্দুল হালিম,খোকন হাসান তালুকদার, ইফতেখার চৌধুরী, মাঈন উদ্দীন,আমির হোসেন,আবু আহমদ প্রমূখ সহ বিভিন্ন পেশার মানুষ। উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ লেয়াকত আলী বলেন, ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে। এই ব্যাংকে যে ব্যক্তি অন্ধ, যার হাত অথবা পা নেই তিনিও এই ব্যাংকে হিসাব খুলতে পারবেন। শুধুমাত্র হাতের বা পায়ের আঙ্গুলের ছাপ দিয়ে এই ব্যাংকে একাউন্ট খুলতে এবং টাকা উত্তোলন করতে পারবেন। এ ব্যাংক গন্ডামারা বাসীর জন্য সম্পদ। সমস্ত লেনদেন এই ব্যাংকে করার জন্য তিনি গন্ডামারা বাসীর প্রতি আহবান জানান।