“প্রেস বিজ্ঞপ্তি”
“দেশ ও দশের উন্নয়নে অংশ নিন,প্রবাসী বিজনেস গ্রুফের গর্বিত সদস্য হয়ে নিজেকে বদলে দিন।”এ প্রতিপাদ্য নিয়ে
চট্টগ্রামের বাঁশখালীতে এই প্রথম উদ্বোধন হল প্রবাসী বিজনেস গ্রুফ নামে একটি জনকল্যাণ মূলক ব্যবসায়িক প্রতিষ্টান মূলত এই ধারাকে সামনে রেখে এই প্রতিষ্ঠানটির পথ চলা।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে বাঁশখালী উপজেলা সদরস্থ বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে লক্ষী স্কয়ারের ৩য় তলায় নিজস্ব কার্যালয়ে
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যম দিয়ে অনুষ্টিত হহয়। প্রবাসী বিজনেস গ্রুফের বাংলাদেশ প্রতিনিধি দিদারুল হকের সভাপতিত্বে ছাত্র নেতা মিনহাজ উদ্দীনের সঞ্চলনায় অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ি ও রাজনীতিবিদ মোঃ মনছুর আলী, বঙ্গবন্ধু স্যাটেলাইট টেলিভিশনের চট্টগ্রাম জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এম. আব্দুর রহমান সোহেল সহ প্রবাসী বিজনেস গ্রুফের শুভাকাঙ্ক্ষী ও শেয়ার হোল্ডারগণ সহ প্রমুখ।
এ সময় উপস্থিত শেয়ার হোল্ডারগণ উক্ত প্রতিষ্টানের লক্ষ্য উদ্দেশ্য, ও সাফল্য কামনা, নানান সহযোগিতার বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলা শাখার আন্তর্জাতিক সম্পাদক মানবতাবাদী ওমান প্রবাসী মোঃ ফরিদুল আলম ভার্চুয়ালি তার বক্তব্য তুলে ধরেন।
জানা যায়, প্রবাসী বিজনেস গ্রুফের “সভাপতি” মোহাম্মদ জসিম উদ্দিন হায়দার “সহ সভাপতি” মোঃ ফরিদুল আলম “সাধারণ সম্পাদক”
মোহাম্মদ জসিম উদ্দিন “সাংগঠনিক সম্পাদক” হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন “অর্থ সম্পাদক”
হাফেজ মোঃ আবু আইয়ুব আনসারী “সহ-অর্থ সম্পাদক” হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল উদ্দিন “মার্কেটিং এর প্রথম সম্পাদক “আব্দুর রহিম আল হোসাইনী, “দপ্তর সম্পাদক”মোহাম্মদ জমির উদ্দিন সিকদার “সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সরোয়ার আলম লিটন দীর্ঘ দিন যাবৎ এই প্রবাসী বিজনেস গ্রুফের নেতৃত্ব দিয়ে আসছেন।
“প্রেস বিজ্ঞপ্তি”
১৪.০৩.২০২১