G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

কেক কেটে সাকিব আল হাসানের জন্মদিন পালন করেন সামাজিক সংগঠন সাকিবিয়ান অব মিরসরাই

0

 

মিরসরাই প্রতিনিধি,শিহাব উদ্দিন শিবলু: ২৪ মার্চ (বুধবার) সন্ধ্যায় বিশ্বের সেরা ক্রিকেটার বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসানের ৩৪ তম জন্মদিন উপলক্ষে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় ও মঘাদিয়া ইউনিয়নে কেক কাটে সাকিবিয়ান অব মিরসরাইয়ের সদস্যরা। জন্মদিন উপলক্ষে ৫০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রাতের একবেলার খাবার খাওয়ার ব্যবস্থা করেছেন সংগঠনটি।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.