বাংলাদেশ জাতীয় কাবাডি দলের ভারতীয় কোচ সাজুরাম গয়াত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বাংলাদেশ দল পাঁচ জাতির এ টুর্নামেন্টে চমৎকার ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচই অসাধারণ খেলেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ দল ফাইনালেও শতভাগ সাফল্য পাবে।
কোচ সাজুরাম গয়াত জানান, অল্পদিনের প্রশিক্ষণে দলটি দারুণ খেলছে। ফাইনালে কেনিয়া কিংবা শ্রীলংকা যে দলই প্রতিপক্ষ হয়ে আসুক তাদের হারাতে প্রস্তুত রয়েছে তার দল।
এক প্রশ্নের জবাবে সাজুরাম গয়াত বলেন, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট নিঃসন্দেহে একটি চমৎকার আয়োজন। এ ধরণের আয়োজনের জন্য তিনি বাংলাদেশ কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, তার বিশ্বাস বাংলাদেশই এ আসরে শিরোপা জিতবে।
শিরোপা জয়ের লক্ষ্যে প্রতিপক্ষের বিপক্ষে সম্ভাব্য সবধরনের কৌশল অবলম্বন করবেন তিনি। সাজুরাম জানান, এর মধ্যে প্রতিপক্ষের যেসব দুর্বলতা রয়েছে সেগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে তিনি খেলোয়াড়দের দেখিয়েছেন। একই সঙ্গে ভুলক্রটিগুলোও শুধরিয়ে নিয়েছেন তার শিষ্যরা।
সি-তাজ২৪.কম/এস.টি