মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন প্রধান সড়কে অনুষ্ঠিত মাস্ক ক্যাম্পেইনে মুখে মাস্কবিহীন চলাচলকারী ৫ শতাধিক জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী দাশ, ডা. তানজিলা আফরিন, ডা. সওগতুল ফেরদৌস, ডা. সুভাশিষ ত্রিপাটি, ডা. সাবরিনা জাহান মিলি, ডা. কানিজ ফাতেমা রুদবা সহ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।
মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার,বলেন, ‘দ্বিতীয় ধাপে করোনা ভাইরাসের সংক্রমণ অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। এজন্য সকলকে সচেতনতা করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সকলকে সচেতন হতে হবে। মুখে মাস্ক ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।