G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

মহেশখালীর কালারমারছড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ টি দোকান ভস্মীভূত।। ক্ষয়ক্ষতি প্রায় ১ কোটি টাকা

0

 

আবদুর রাজ্জাক ,কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ার চিকনীপাড়া বাজারে আগুন লেগে ৭ টি দোকান আগুনে ভস্মীভূত হয়েছে।
রবিবার (২৫ ই এপ্রিল) সকাল ৭ টা ১৫ মিনিটের সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ চিকনীপাড়া বাজারে আব্দুল হাকিমের মালিকানাধীন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিটে থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ব‍্যাবসায়ীরা। অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।


আগুনে ভস্মীভূত দোকানগুলো হল, মনজুর আলম এবং আবু ছিদ্দিকের ২ টি ফার্মেসি, নূর কবির এবং কফিল উদ্দিনের ২ টি মুদির দোকান, আব্দুল্লাহ আল মামুনের ১ টি কুলিং কর্ণার, আনচারুল করিমের একটি পান- সোপারির গোডাউন এবং জুয়েল কবিরের ১ টি ইলেকট্রিকের দোকানসহ ৭ টি দোকান।
ক্ষতিগ্রস্ত ফার্মেসী মালিক মনজুর আলম জানান,
আমার দোকানে নগদ ৭ লক্ষ টাকা সহ প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার মালামাল ছিল। ফায়ার সার্ভিসের লোকজন সঠিক সময় আসতে না পারায় আমাদের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ৭ টি দোকানে সবমিলিয়ে প্রায় ১ কোটি টাকার মতো মালামাল পুড়ে গেছে। করোনাকালীন সময়ে আমাদের এই দূরবস্থা নিয়ে আমরা শঙ্কিত। আমরা সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।
এদিকে উপজেলার সর্ব দক্ষিণে কেবল একটি ফায়ার সার্ভিস থাকায়- ফায়ার সার্ভিসের কর্মকর্তারা দীর্ঘ প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছনোর পূর্বেই সব পুড়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এবং ব‍্যাবসায়ীরা।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.