G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালীতে ব্যাংক ঋনের টাকায় বানানো  টিনের বসতঘর আগুনে পুড়ে ছাই,সব হারিয়ে নিঃস্ব চায়ের দোকানি!!

0

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর। আজ রবিবার (২৫ এপ্রিল) রাত ৮ টার দিকে বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের জলদাশ পাড়া (নতুন পাড়া) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে জনৈক ডাঃ আর কে দাশ,দীলিপ দত্ত ও রতন দত্তের কাঁচাটিনসেট বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

smart

ক্ষতিগ্রস্ত রুপন ও দিলীপ দত্তের মা ফটোরানী দত্ত জানান,বেসরকারী এনজিও সংস্থা প্রশিকা থেকে ৭০ হাজার  ও গ্রামীণ ব্যাংক থেকে ৭০ হাজার সর্বমোট ১ লাখ ৪০ হাজার টাকা ঋণ নিয়ে বিগত ৩-৪ মাস পূর্বে আমার কাঁচা বসতঘরের উপরে টিন দিয়ে ঘরটি থাকার উটযোগী করেছি। আমি আমার ছেলে মিলে মিশে একটি দোকানে চা ও কিছু মুদির ব্যবসা করি। সারাদিন আমি আমার ছেলে এবং ছেলের স্ত্রী উক্ত দোকানের পাশে একটি রুমে থাকি,রাতে মাঝেমধ্যে ঘরে যাই। আমার ঘরে বিদ্যুৎ ও নাই,তবু কিভাবে আগুন লেগেছে বুঝতে পারছি না। আগুনে আমার নগদ ২০ হাজার টাকা সহ ব্যাংক ঋনের সমস্ত বই ও বিভিন্ন মূল্যবান দলিল কাগজপত্র সহ সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে।  এতে করে আমার এবং আমার পার্শ্ববতী বসতঘরের প্রায় ৭-৮ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আমরা সব কিছু  হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।

smart

বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা বলেন, ক্ষতিগ্রস্ত দিলীপ দত্ত ও রতন দত্তের বাড়িতে কেউ থাকত না,তারা ঘটনাস্থল থেকে সমস্যা পশ্চিমে জলদাশ পাড়া রাস্তার পার্শে একটি চায়ের দোকান করতেন। তারা ও সেখানে থাকতেন। দূর্ঘটনার সময় কেউ ঘরে ছিল না,কিভাবে আগুনের সূত্রপাত হলে বুঝতে পারছি না।
এতে কমপক্ষে ৮-১০ লাখ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

smart

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিন লিডার লিটন বৈষ্ণব জানান, আমার পৌরসভার ৬ নং ওয়ার্ডে নতুন পাড়া এলাকায় বসতবাড়িতে আগুন লাগার খবর ৯৯৯ থেকে পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। রাত ৯ টার মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি কাঁচা বসতঘর  পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.