G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর চট্টগ্রাম টেরিবাজার থেকে ডিবির হাতে আটক

0

নিজস্ব প্রতিবেদকঃ বাঁশখালী 

চট্টগ্রাম চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম কে আটক করেছে ডিবি পুলিশ।

জানা যায়, আজ বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম কোতোয়ালী থানার  টেরিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বাঁশখালী উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের ছোট ভাই মাওলানা ফয়জুল্লাহ বলেন, আমার বড় ভাই তার পরিবার নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করতেন,বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার বাসা থেকে বের হয়ে  ঈদের কেনাকাটা করতে নগরীর টেরিবাজারে যায়। সেখান থেকে একদল ডিবি পুলিশ আমার ভাই কে গ্রেফতার করেছে বলে শুনতেছি।

এ দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত
করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আফজারুল হক টুটুল।

Leave A Reply

Your email address will not be published.