নিজস্ব প্রতিবেদক:বাঁশখালী
বাঁশখালী উপজেলার ২৬ শত নিবন্ধিত জেলেদের মাঝে বিশেষ প্রণোদনা স্বরুপ (মার্চ-এপ্রিল ২০২১ ইং) ২ মাসের জন্য প্রতি পরিবারকে ৮০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। তারাই ধারাবাহিকতায় বাঁশখালী পৌরসভায় এক শত জেলে পরিবারকে ৮০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে বাঁশখালী কার্যালয় এসব চাউল প্রদান করা হয়েছে। এ সময় বাঁশখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবু দীলিপ চক্রবর্তী, কাউন্সিলর হারুনুর রশিদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নারগিস আক্তার,পৌর কর্মকর্তা আব্দুল মান্নান,উপজেলা মৎস্য অফিস প্রতিনিধি মোঃ আলমগীর, মোঃ এনাম প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী বলেন, বাঁশখালীর জেলেদের প্রণোদনা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ এ প্রণোদনা প্রদান করা হয়েছে।