চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০তম
জন্ম-জয়ন্তী স্মরণে ‘কবি প্রণাম ‘ শীর্ষক সাহিত্য সন্ধ্যা।গতকাল সোমবার ১০মে রাতে ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি সভাপতি বাবুল কান্তি দাশ, সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী,সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসূদ্দী লোপা, সঙ্গীতা চৌধুরী,কাকলী দাশ গুপ্তা,মণীষা দাশ বৃষ্টি,
লিয়াকত হোসেন,সাফাত বিন সানাউল্লাহ,সুমন চৌধুরী, হৃদয় দে, মোঃ সোহেল, কিংসুক মূৎসূদ্দী প্রমুখ। সভায় বক্তারা বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির চেতনা-মননের প্রধান প্রতিভূ।
বাংলা সাহিত্যের সব শাখায় রয়েছে যাঁর অবাধ বিচরণ তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।বাঙালি জাতীয়তাবোধের প্রধান রূপকার তিনি।বাংলা তাঁর শিল্পীসত্তা,মানবসত্তা এবং ঐক্য সম্প্রীতির আভায় সমুজ্জ্বল। মানুষের প্রত্যক্ষ কল্যাণ কামনায় তিনি ছিলেন সতত মনোযোগী।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.