দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের, ৫নং ওয়ার্ড, ‘দক্ষিণ ছৈয়দাবাদ সড়কের’ অবস্থা খুব খারাপ। যাতায়াতকারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
দু’বৎসর আগে রাস্তা সংস্কারের জন্য গাছ কাঠার নির্দেশ দেওয়া হয় কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কার করা হয়নি।

দীর্ঘদিন ধরে সংস্কার না-হওয়ায় খানা-খন্দ সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি, একটা রোগী নিয়ে যাওয়ায় অনেক কষ্ট হয়ে যাই, কৃষি জমিনের সাথে রাস্তা মিশে গেছে, মানুষ হাটাচলা করতে ও নামাজ পড়তে যাইতে কষ্ট হয়ে যাচ্ছে।

দক্ষিণ ছৈয়দাবাদবাসীর দাবী চেয়ারম্যান ও মেম্বার মহোদয়ের প্রতি আকুল আবেদন রাস্তা অতি দ্রুত সংস্কার করে দেওয়ার জন্য।
সি-তাজ. কম