বোয়ালখালী করোনাভাইরাস জনিত রোগপ্রতিরোধ সরকারী নির্দেশনা বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন ইউ,এন,ও
প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালী উপজেলায় লকডাউন বাস্তবতায়তা ও স্বাস্থ্য বিধিনিষেধ প্রতিপালনে উপজেলা প্রশাসন সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আজ তিনি বোয়ালখালীর বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, এবং জনগনকে স্বাস্হ্য বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন।
করোনা ভাইরাস জনিত রোগপ্রতিরোধ সরকারী নির্দেশনা বাস্তববায়নে এলাকাবসীর সহযোগীতানকমনা করেন।
সি-তাজ২৪.কম/এস.টি