G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে করোনা আক্রান্ত হয়ে ১২ ঘন্টার ব্যবধানে পিতা-পূত্রের মৃত্যু

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে করোনা আক্রান্ত হয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পিতা-পূত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ জুলাই)উপজেলার চরখিজিরপুর এলাকার মাহাবু উল্লা বাড়ির পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০) ও ছেলে মোঃ আলমগীর (৩৫) এর মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, গত ২২ জুলাই ছেলে মোঃ আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং তারপর দিন পিতা আবু সৈয়দ চৌধুরী ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যায়। আজ সকাল ৯টার দিকে ছেলে মোঃ আলমীর মারা যায়।
সকাল ১১টার দিকে পিতার জানাজা গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশনের সহযোগীতায় দফন সম্পর্ণ হয়। এবং বাদে আছরের সময় ছেলের জানাজা ও দাফন হবে বলে জানান নিহতের স্বজন হারুনুর রশিদ।

চরখিজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা।
সবাইকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.