প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখাল: বোয়ালখালী উপজেলা হাসপাতালে করোনার টিকা গ্রহন করতে আসা মানুষের প্রচন্ড ভীর আজ লক্ষ্য করা গেছে।ফলে হাসপাতাল কর্তৃপক্ষকে হিমসিম খেতে হচ্ছে।
অনলাইনে নিবন্ধন শেষে টিকা কার্ড ও এসএমএস দেখিয়ে টিকা দেওয়ার আগ্রহীরা টিকা নিচ্ছে।
নিবন্ধনের জন্য বোয়ালখালীর প্রেসক্লাবের নেতৃবৃন্দরা জনগণের জন্য বিনামূল্যে নিবন্ধন করে দিয়ে সার্ব্বিক সহযোগিতা করে যাচ্ছে ।
হাসপাতালে সামনে শত শত আগ্রহীরা অতি আনন্দের সাথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে টিকা গ্রহন করছে।
স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালে পুরুষ ও মহিলা আলাদা বুথে সুষ্ঠুভাবে টিকাদান সম্পন্ন করা হচ্ছে। কোভিশিল্ডের ১৩ হাজার ৩শত ৮৪ প্রথম ডোজ ও ১১হাজার ১শত ৬৮ দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এবং সিনোফার্মার ১৫ হাজার ৬শত ৮০ টির মধ্যে ১৫ হাজার ৮২ টি টিকা প্রদান করা হয়েছে। যা আজকে শুধু ২ হাজার ৯শত ১৪টি টিকা দেওয়া হয়েছে।
টিকা নিতে আসা মানুষেরা জানান,দীর্ঘ সময় অপেক্ষায় থাকার কারণে কিছুটা কষ্ট হলেও টিকা নিতে পেরে সন্তুষ্ট সবাই।
সামনে ১৮ বছর থেকে যখন শুরু হবে তখন আরো ভীড় হবে। তারা মনে করেন, করোনা প্রতিরোধক টিকা নেওয়ার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে।
মেডিকেল টেকনোলজি (ইপিআই) এস,এম জিহাদ বাবলু বলেন, সরকার বয়স সীমা ২৫ করার পর মানুষের মধ্যে আরও আগ্রহ বেড়েছে। আগের তুলনায় টিকা গ্রহণে আগ্রহীর সংখ্যা বাড়ছে। মানুষের মনে যে শঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। টিকাকেন্দ্রে মানুষের ভিড় অনেক বেশি এবং চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
টিকা নিতে আগ্রহী মানুষের ভীড় বাড়ছে উল্লেখ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. মোঃ জিল্লুর রহমান বলেন, গত কয়েক দিনের তুলনায় আজ হাসপাতালে মানুষের চাপ অনেক বেশি ছিল। কিন্তু এরপরও মানুষ এসেছেন। নিবন্ধন করে টিকা দেওয়া হয়েছে। এখান থেকে কাউকে ফেরত যেতে দেওয়া হচ্ছে না।
দ্বিতীয় ডোজ টিকা যারা পাইনি আগামী সপ্তাহে তাদের টিকা নিতে পারবে বলে জানান তিনি।