G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’

0

সারা দেশে আগামী ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হবে। এবার মৎস সপ্তাহের প্রতিপাদ্য- ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’।

সচিবালয়ে বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে বিস্তারিত তুলে ধরেন এ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেন, ‘আগামী ২৮ অগাস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ শুরু হচ্ছে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক এটি পালন করা হবে।’

মন্ত্রী জানান, প্রথম দিন ২৮ আগস্ট মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। দ্বিতীয় দিন ২৯ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে স্পিকার জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করবেন বলেও জানান তিনি।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, তৌফিকুল আরিফ, যুগ্ম সচিব এস এম ফেরদৌস আলম, ড. মশিউর রহমান, মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপিরচালক খ. মাহবুবুল হকসহ ঊধ্বর্তন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.