বঙ্গবন্ধু’র খুনিরা এখন ও গুপ্তঘাতক হিসেবে কাজ করে যাচ্ছে-জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এমপি মোস্তাফিজ
মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের উপজেলার বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করে।
১৫ আগস্ট রবিবার জাতীয় শোক দিবসে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিকাল ৪ টায় উপজেলা নবনির্মিত কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গন্ডামার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল আলম সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা,প্রচার সম্পাদক সরওয়ার কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, আ.ন.ম শাহাদত আলম, মুজিবুর হক চৌধুরী, কপিল উদ্দীন চৌধুরী, বদরুদ্দীন চৌধুরী, মোঃ ইয়াছিন তালুকদার,
দক্ষিন জেলা যুবলীগ নেতা জাহেদ আকবর জেবু,আওয়ামীলীগ নেতা জিল্লুল করিম শরীফি, ইবনে আমিন,নজরুল ইসলাম,মোস্তাক আলী চৌধুরী টিপু, সেলিম আক্তার,জামাল উদ্দীন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এড. তোফাইল বিন হোসাইন, রয়ান জান্নাত, রোজিয়া সোলতানা,নুর মোহাম্মদ, টুটুন চক্রবর্তী, জসিম হায়দার, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ,ওলামালীগ সভাপতি মাও. আক্তার হোসেন, সেলিম উদ্দীন চৌধুরী, আব্দুল গফুর, হিরা মনি,ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সিকদার,নাঈমুল হক মাহফুজ, সাইফুল ইসলাম,ইমরুল হক ফাহিম,মিজানুর রহমান তালুকদার, শহিদুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজ রক্তের অক্ষরে লেখা ১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কলঙ্কিত দিন। আজ কান্নার দিন, জাতীয় শোক দিবস। আজ বাংলার নিসর্গ-প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু স্বপরিবারে খুনিদের বিচার কার্যক্রম শুরু হয়েছে। পলাতক আসামীদের বাংলার এই মাঠিতে ফিরে এনে বিচারের আওতায় আনা হবে।
‘বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জাতির জনক বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছে। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সন্ত্রাস-জঙ্গিবাদের দেশ আজ শান্তি ও সুশৃঙ্খল এবং নিরাপত্তার বাংলাদেশ।’