মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের উপজেলার বাঁশখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
১৫ আগস্ট রবিবার সকালে জাতীয় শোক দিবসে বাঁশখালী পৌরসভার উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জলদী বাইঙ্গাপাড়া (বাঁশখালী বড় মাদ্রাসার) সাবেক মুহতামিম নুরুল হক সুজিসের মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বাঁশখালী পৌরসভার কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন,কাউন্সিলর জমশেদ আলম,সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, নারগিস আক্তার,রুজিনা আক্তার,কাউন্সিলর আজগর হোসেন, কাউন্সিলর তপন বড়ুয়া সহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে পৌরসভা আওয়ামীলীগ ও পৌরসভার যৌথ উদ্যোগে রঙ্গিয়াঘোনা মাদ্রাসায় প্যানেল মেয়র দেলোয়ার হোসেনের উদ্যােগে খতমে কোরআন ও দোয়া মাহফিল, শিব মন্দির কাউন্সিলর দিলীপ চক্রবর্তীর উদ্যোগে প্রসাদ বিতরন সহ নানা কর্মসূচির আয়োজন করে।
সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব সেলিমুল হক চৌধুরী বলেন, আজ রক্তের অক্ষরে লেখা ১৫ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কলঙ্কিত দিন। আজ কান্নার দিন, জাতীয় শোক দিবস। আজ বাংলার নিসর্গ-প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ বিশ্বাস করে জাতির জনক বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছে। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সন্ত্রাস-জঙ্গিবাদের দেশ আজ শান্তি ও সুশৃঙ্খল এবং নিরাপত্তার বাংলাদেশ।’
জাতির জনকের স্বপ্নের বাংলাদেশে আজ অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সোনার বাংলাদেশে পরিনত হচ্ছে। তা বাস্তবায়ন করছে তারাই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার হাতে বাংলাদেশ থাকলে ও এদেশ উন্নয়নশীল দেশে পরিনত হবে। এসময় করোনাভাইরাস থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।