বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার আলোচনা সভা আগামী ২১ আগস্ট শনিবার বিকাল ৪টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক ও বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। সংগঠনের সভাপতি ও তথ্যমন্ত্রীর মাতা অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংগ্রামী জননেতা শেখ মো. আতাউর রহমান।
উক্ত আলোচনা সভায় সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশর, কেন্দ্রীয় মুখপাত্র স ম জিয়াউর রহমান, ১৫ আগস্ট ও ২১ আগস্ট উদ্যাপন পরিষদ উপ-কমিটির আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী ও সদস্যসচিব হাজী মো. সেলিম রহমান এক যুক্ত বিবৃবিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সি-তাজ২৪.কম/এস.টি