G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

‘জনপ্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের সংঘাত ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ’:ফখরুল

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে বর্তমান শক্তিকে পরাজিত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চ্যুয়াল সভায় বিএনপির মহাসচিব এসব কথা বলেন। আজ শুক্রবার ‘ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মির্জা ফখরুল বলেন, শুধু বরিশাল নয়, এর আগেও প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের যাঁরা দায়িত্বে আছেন, তাঁদের একটা সংঘর্ষ হয়েছে, সংঘাত হয়েছে। এটা ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ।

এই অবস্থা থেকে উত্তরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনা এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করার কথা বলেন ফখরুল। এ জন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ফখরুল বলেন, আওয়ামী লীগের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নির্বাচিত প্রতিনিধি বলতে যাদের বোঝাচ্ছে, আওয়ামী লীগের সেই লোকদের সঙ্গে প্রশাসনের সম্মুখযুদ্ধ শুরু হয়েছে।

সরকারের ব্যর্থতায় করোনা মোকাবিলা সম্ভব হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষ দরিদ্র থেকে আরও দরিদ্র হচ্ছে এবং অর্থনীতি আরও রসাতলে যাচ্ছে।
এ সময় ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের জীবন থেকে শিক্ষা নিয়ে দলের নেতা-কর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব।

ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদের সভাপতি গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খানের পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস,স্মৃতি সংসদের এম সিরাজুল হক, রাশিদুজ্জামান মিল্লাত, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সুলতান মাহমুদ বাবু, নিলোফার চৌধুরী মনি, ফরিদুল কবির তালুকদার শামীম, ওয়ারেস আলী মামুন, সুলতান সালাহউদ্দিন টুকু, এম তোজাম্মেলন হোসেন, শামসুজ্জামান মেহেদী এবং প্রয়াত ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের জামাতা মাহমুদুল হাসানসহ অন্যরা।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.