G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

বোয়ালখালীতে ডাকাতসহ দেশি অস্ত্র উদ্ধার

0

 

প্রভাসপ্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:বোয়ালখালীতে অভিযান চালিয়ে ডাকাত দলের পরিকল্পনার সময় দুই ডাকাত আটক করেছে বোয়ালখালী পুলিশ। এসময় অনেক দেশিয় অস্ত্র উদ্ধারও করা হয়।
শুক্রবার (২৭ আগস্ট) ভোরে আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তরভুর্ষি চম্পা নারায়ণ সড়কের ক্রিস্টালীর পুল এলাকায় ডাকাতদলের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।

আটককৃতরা হলেন,নোয়াখালী জেলার হাতিয়া থানার সোনাদিয়া এলাকার খবির উদ্দিনের ছেলে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার আসামী মো. শামীম (৩২) ও কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার সোনা মিয়া হাজীর বাড়ীর মৃত নুরুজ্জামানের ছেলে নসু মিয়াকে (৪৮) গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় ১টি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ, ২টি ছোরা, ১টি শাবল, ১টি লোহার ফ্লায়ারর্স, ১ টি লোহার রেইজ ও ২ টি পুরাতন স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল করিম বলেন,খবর পেয়ে পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে ধরে ডাকাতের প্রস্তুতের সময় পুরাতন একটি সিএনজি চালিত অটোরিক্সা (চট্টগ্রাম থ-১৪-০২৮৪)সহ দুইজনকে আটক করা হয়। পরে থানায় অস্ত্র আইনে মামলা
দায়ের করে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.