G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের স্মরণ আলোচনায় বক্তারা গণ মানুষের হৃদয়ে বেঁচে থাকবে ফকির আলমগীরের গান

0

 

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দেশবরেণ্য কিংবদন্তী গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীর স্মরণে সভা সম্প্রতি ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের লোকসঙ্গীত শিল্পী শ্বাশত ব্যানার্জী, লিপি রাণী শীল,লুপর্ণা মুৎসুদ্দী,সাংবাদিক সুজিত কুমার দাশ, প্রাবন্ধিক লায়ন এ.কে.জাহেদ চৌধুরী, শিক্ষাবিদ হুমায়ুন কবির, গল্পাকার মাসুম আহমদ রানা,শিক্ষক বাবুল কান্তি দাশ, বিজয় শংকর চৌধুরী,আসিফ ইকবাল,সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী কাকলী দাশগুপ্তা,জিতেন্দ্র লাল বড়ুয়া,ছাত্রনেতা এম,মঞ্জুর আলম,সুমন চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন একুশে পদকপ্রাপ্ত একাত্তরের কণ্ঠযোদ্ধা, গণসংগীত শিল্পী ফকির আলমগীর।
ষাটের দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে শামিল হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ৭১ বছর বয়সী এ শিল্পী। আজীবন তিনি গণ মানুষের জন্য মাটি ও মানুষের জন্য গান করেছেন।দেশপ্রেমের এক অনন্য সাধারণ মানুষ হিসেবে তিনি মন উজাড় করে গান গেয়েছেন।
তিনি ঋষিজ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠাতা,গণসংগীত শিল্পী পরিষদের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করা ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন।

সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.